Home / জাতীয় / প্রবাসীদের নিয়ে পুলিশ সদস্যের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই দিয়ে তৈরি

প্রবাসীদের নিয়ে পুলিশ সদস্যের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই দিয়ে তৈরি

সম্প্রতি প্রবাসীদের নিয়ে “ইন্ডিয়া পাকিস্তান নেপাল থেকে প্রবাসে আসতে খরচ হয় এক লাখ টাকা আর বাংলাদেশ থেকে প্রবাসিদের আসতে খরচ হয় ৫ লাখ টাকা” শিরোনামে এক পুলিশ সদস্যের বক্তব্য দাবিতে ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়েছে। 

ভিডিওতে পুলিশ সদস্যকে বলতে শোনা যায়,“ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল থেকে প্রবাসে আসতে খরচ হয় এক লক্ষ টাকা। আর আমাদের বারো আউলিয়ার দেশ বাংলাদেশ থেকে প্রবাসীদের আসতে খরচ হয় ৫ লক্ষ টাকা। চাঁদাবাজি শুধু রাস্তায় হয়না, প্রত্যেকটা প্রবাসীর সাথে হয়। এ দালালদের সিন্ডিকেট ভাঙ্গতে হবে। প্রত্যেকটা প্রবাসীর পক্ষ থেকে আমার এই দাবী।” 

এই দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ভিডিও আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। এর মধ্যে একটি ব্লু-টিক থাকা ভেরিফাইড ফেসবুক একাউন্ট থেকেও ভিডিওটি পোস্ট করা হয়, যা দেখেছে প্রায় দেড় হাজার মানুষ৷ 

তবে ইনসাইড রিউমারসের অনুসন্ধানে জানা যায়, প্রবাসীদের নিয়ে দেওয়া পুলিশ সদস্যের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি৷ 

প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওটির শুরুর ৮ সেকেন্ডে এক পুলিশ সদস্যকে কথা বলতে শোনা গেলেও ৯ সেকেন্ড সময় হতে ভিন্ন আরেকজন পুলিশ সদস্যকে কথা বলতে শোনা যায়। একই সঙ্গে ভিডিও’র ভয়েস ও পারিপার্শ্বিক অবস্থাতেও খানিকটা কৃত্রিমতা পরিলক্ষিত হয়৷

ভিডিওতে পুলিশ সদস্য যে পোশাক পরে কথা বলছেন, তা বাস্তবে পুলিশের পোশাকের সঙ্গে মিল নেই৷ এমনকি পেছনে থাকা দর্শকদের চোখের পাতা নড়চড় হতে দেখা যায়নি৷ যা সাধারণত এআই দিয়ে তৈরি কনটেন্টের ক্ষেত্রে দেখা যায়৷ 

বিষয়টি নিয়ে আরও নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ডি-কপি এআই (Decopy Ai) এর সহযোগিতা নেয় ইনসাইড রিউমারস৷ এতে দেখা যায়, ভিডিওটি ৯৮.২০ শতাংশ এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ 

সুতরাং, প্রবাসীদের নিয়ে পুলিশ সদস্যের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই দিয়ে তৈরি৷ 

Tagged: