Home / জাতীয় / বুয়েট শিক্ষার্থীদের ওপর ঢাকা কলেজের শিক্ষার্থীদের হামলা দাবিতে মিথ্যা তথ্য প্রচার

বুয়েট শিক্ষার্থীদের ওপর ঢাকা কলেজের শিক্ষার্থীদের হামলা দাবিতে মিথ্যা তথ্য প্রচার

তিন দফা দাবির কর্মসূচির অংশ হিসেবে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ২৭ আগস্ট ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি নিয়ে শাহবাগে জড়ো হন। সেখান থেকে তারা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে অগ্রসর হতে চাইলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশের বাধার মুখে পড়েন। এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস, জলকামান ও লাঠিচার্জ চালালে বেশ কিছু শিক্ষার্থী আহত হন, আহত হন কয়েকজন পুলিশ সদস্যও।

এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “এই মুহূর্তে  বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে যাওয়ার পথে, ঢাকা কলেজের শিক্ষার্থীদের লাঠিসোটা নিয়ে হামলা। ভিডিও করায় সাংবাদিকদের উপর হামলা করে ইউনুছ বাহিনী” দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে।

এই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ইনসাইড রিউমারসের অনুসন্ধান

শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ইনসাইড রিউমারস। ভিডিওটিতে এক সাংবাদিককে বলতে শোনা যায়, “শিক্ষার্থীদের কিন্তু ঢাকা কলেজের যারা আছেন তারা ধাওয়া দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু..” তখনই দুইজন শিক্ষার্থী ক্যামেরার সামনে বলেন, “অফ কর…” প্রতিউত্তরে সাংবাদিক তখন বলে, “আচ্ছা, আচ্ছা।”

ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে একুশে টিভির ফেসবুক পেজে গত ২১ আগস্ট “সাংবাদিককে লাইভ করতে বাধা ঢাকা কলেজ শিক্ষার্থীদের | Ekushey TV” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। এই ভিডিওটির সাথে আলোচিত ভিডিওর মিল পাওয়া যায়।

আরও অনুসন্ধানে একই দিনে একুশে টিভির ফেসবুক পেজে একটি লাইভ ভিডিও পাওয়া যায়। উক্ত লাইভ ভিডিওটিকেই আলোচিত ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে।

লাইভ ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, ভিডিওটি ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং সার্বিক পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, বুয়েট শিক্ষার্থীদের ওপর ঢাকা কলেজের শিক্ষার্থীদের হামলার দাবিটি সঠিক নয়; বরং গত ২১ আগস্ট ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার সময় একুশে টেলিভিশনের সাংবাদিকের লাইভ চলাকালে সেই সাংবাদিককে লাইভ বন্ধের হুমকি দেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সেই সময়কার একটি দৃশ্যকেই আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

Tagged: