রাজধানীর বিজয়নগরে সংঘর্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আহত হয়েছেন। এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরের বাড়িতে ডিবি এবং সেনাবাহিনীর অভিযান। তার বাড়িতে অবৈধভাবে রাখা কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে..” শিরোনামে একটি ভিডিও প্রচার করা হচ্ছে।
এই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত একটি ভিডিও প্রায় ২৫ হাজার বার দেখা হয়েছে এবং ভিডিওটি শেয়ার করা হয়েছে প্রায় ৩২০ বার।
ইনসাইড রিউমারসের অনুসন্ধান
শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ইনসাইড রিউমারস। ভিডিওর কোথাও নুরের বাড়িতে সেনাবাহিনীর অভিযান কিংবা টাকা উদ্ধার করা হয়েছে সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
আলোচিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির “নারিন্দায় টাকার গুদাম” শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়।
এই ভিডিওর একটি অংশের সাথে আলোচিত ভিডিওর মিল পাওয়া যায়।
এর সূত্র ধরে অনুসন্ধানে কালের কণ্ঠের প্রথম পাতায় ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি “এনু-রূপনের বাড়িতে ‘টাকার খনি’” শিরোনামে একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে যুক্ত ছবির সাথে ভিডিওতে থাকা মানুষজন সহ আশেপাশের দৃশ্যের সাদৃশ্য রয়েছে।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, “ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার গেণ্ডারিয়া আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল হক এনু ও তাঁর ভাই রূপন ভূঁইয়ার পুরান ঢাকার বাড়িতে অভিযান চালিয়ে পাঁচটি সিন্দুকে রাখা বিপুল পরিমাণ টাকা, সোনা ও ক্যাসিনোর সরঞ্জাম জব্দ করা হয়।”
আরও অনুসন্ধানে ডিবিসি নিউজের ফেসবুক পাতাতেও ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি প্রচারিত ভিডিও থেকেও একই তথ্য পাওয়া যায়। অর্থাৎ ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
সুতরাং সার্বিক পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, ভিপি নুরের বাড়িতে সেনাবাহিনীর অভিযান এবং টাকা উদ্ধারের দাবিটি সঠিক নয়; বরং ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল হক এনু ও তাঁর ভাই রূপন ভূঁইয়ার পুরান ঢাকার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা, সোনা ও ক্যাসিনোর সরঞ্জাম জব্দ করার দৃশ্যকেই আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।