Home / রাজনীতি / সাবেক ডাকসু ভিপি নুর মারা গিয়েছে দাবিতে ইউটিউবে মিথ্যা তথ্য প্রচার

সাবেক ডাকসু ভিপি নুর মারা গিয়েছে দাবিতে ইউটিউবে মিথ্যা তথ্য প্রচার

ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবে “বেঁচে নেই নুরুল হক নুর। জাতীয় পার্টির হাতে জীবন দিলেন ভিপি নুর” শিরোনামে মিথ্যা তথ্যসম্বলিত একটি ভিডিও প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিওটি আছে এখানে (আর্কাইভ)। প্রচারিত ভিডিওটি এই প্রতিবেদন প্রকাশ হওয়ার আগ পর্যন্ত ৮০ হাজারের বেশিবার দেখা হয়েছে। 

ইনসাইড রিউমারসের অনুসন্ধান 

শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ইনসাইড রিউমারস। পুরো ভিডিওর কোথাও ভিপি নুর মারা যাওয়ার দাবিতে কোনো তথ্য কিংবা নির্ভরযোগ্য সূত্রের উল্লেখ পাওয়া যায়নি। 

ভিডিওতে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনার কিছু ক্লিপ যুক্ত করে আলোচিত দাবিটি করা হচ্ছে। 

পরবর্তীতে দাবির বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে দেশীয় কোনো গণমাধ্যমে নুর মারা গিয়েছে সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। তবে দৈনিক ইত্তেফাকে শনিবার সকালে “সাবেক ভিপি নূরের সেন্স ফিরেছে” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনে বলা হয়, “রাজধানীর বিজয়নগরে সংঘর্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউর ৯ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার হুঁশ কিছুটা ফিরেছে।” 

অর্থাৎ নুরুল হক নুর মারা যায়নি। 

পরবর্তীতে আরও অনুসন্ধানে নুরের ফেসবুক পাতায় শনিবার সকালে ভিপি নুরের আপডেট সংক্রান্ত একটি পোস্ট পাওয়া যায়।

উক্ত পোস্টে বলা হয় “গণঅধিকার পরিষদের সভাপতি, ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের উপর গতরাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন, এখন তার কিছুটা হুঁশ ফিরেছে,সকলে তার জন্য দোয়া করবেন।”

এছাড়া, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং যুগান্তরের প্রকাশিত প্রতিবেদন থেকেও ভিপি নূরের অবস্থা নিয়ে একই তথ্য পাওয়া যায়।

সুতরাং সার্বিক পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মারা যাওয়ার দাবিটি মিথ্যা।

Tagged: