Home / জাতীয় / কক্সবাজারের টেকনাফে পুলিশের ওপর হামলা করে আসামী ছিনতাইয়ের ভিডিওটি সাম্প্রতিক নয়

কক্সবাজারের টেকনাফে পুলিশের ওপর হামলা করে আসামী ছিনতাইয়ের ভিডিওটি সাম্প্রতিক নয়

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “কক্সবাজারে টেকনাফে পুলিশকে মারধর করে আসামি ছিনতাই করেছে” শিরোনামে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ইনসাইড রিউমারসের অনুসন্ধান 

শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির বিষয়ে একাধিক কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে নগর কক্সবাজার নামক স্থানীয় সংবাদমাধ্যমের ফেসবুক পেজে ২০২২ সালের ৩০ এপ্রিল প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। 

উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে। 

ভিডিওটির ক্যাপশনে থাকা তথ্য থেকে জানা যায়, ২০২২ সালের ২৯ এপ্রিল কক্সবাজারের টেকনাফে আসামি ছিনিয়ে নেওয়ার সময় পুলিশকে মারধরের ঘটনা ঘটে। সেদিন রাত সাড়ে ১০টার দিকে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় আসামি ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন।

অর্থাৎ এটি সাম্প্রতিক সময়ের কোনো ঘটনা নয়। পাশাপাশি অনুসন্ধানে দেশীয় কোনো গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে আলোচিত দাবির পক্ষে সাম্প্রতিক কোনো ঘটনা পাওয়া যায়নি। 

সুতরাং, সার্বিক পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, সাম্প্রতিক সময়ে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে পুলিশের ওপর হামলা করে আসামিদের ছিনিয়ে নেওয়ার কোনো ঘটনা ঘটেনি; বরং টেকনাফের ২০২২ সালের একটি পুরোনো ঘটনার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

Tagged: