Home / জাতীয় / ডিএমপির কার্যালয়ে হামলা দাবিতে ভিন্ন ঘটনার পুরনো ভিডিও প্রচার

ডিএমপির কার্যালয়ে হামলা দাবিতে ভিন্ন ঘটনার পুরনো ভিডিও প্রচার

সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার কারণে দলটির নেতা-কর্মীরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে দাবিতে ১ মিনিট ৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

ভিডিওটিতে দেখা যায়, অসংখ্য বিক্ষুব্ধ মানুষ একটি ফটকের লোহার গেট ভেঙে ভেতরে প্রবেশ করছে। 

ভিডিওটির ক্যাপশনে বলা হয়, “এই মুহূর্তে রাজধানীতে গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলা করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। মব সন্ত্রাসীদের হাতে জিম্মি প্রশাসন।” (বানান অপরিবর্তিত) 

এই সংক্রান্ত দাবিতে ফেসবুকে ভিডিও রয়েছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। ভিডিওটি এখন পর্যন্ত দেখেছে ২৪ হাজার মানুষ, শেয়ার হয়েছে ২৫৫ বার৷ 

তবে ইনসাইড রিউমারসের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি প্রকৃতপক্ষে ২০২৩ সালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনার।

অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ইনসাইড রিউমারস৷ এতে দৈনিক ভোরের পাতার ভেরিফায়েড ফেসবুক পাতায় ২০২৩ সালের ২৮ অক্টোবর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়৷ ভিডিওর ক্যাপশনে বলা হয়, “প্রধান বিচারপতির বাসভবনে হামলা ভাঙচুর গাড়িতে আগুন….।” 

ভিডিওটি’র ১০ সেকেন্ডের পর থেকে ১ মিনিট ১৫ সেকেন্ড পর্যন্ত ফুটেজের সঙ্গে, ডিএমপির কার্যালয়ে হামলার দাবিতে সম্প্রতি ছড়ানো ভিডিওটির হুবহু মিল রয়েছে। 

আরও নিশ্চিত হতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সন্ধান করেছে ইনসাইড রিউমারস। এতে ২৮ অক্টোবর ২০২৩ সালে প্রকাশিত ঢাকা পোস্টের একটি প্রতিবেদন পাওয়া যায়। 

প্রতিবেদনে বলা হয়, “রাজধানীর কাকরাইল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। দুপুর ১টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়।”

প্রতিবেদনে আরও বলা হয়, “প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাকরাইল মোড় দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা যাওয়ার সময় বিএনপি কর্মীরা ধাওয়া করে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে আওয়ামী লীগ কর্মীরা প্রধান বিচারপতির বাসভবনে আশ্রয় নেয়। সেখানে বিএনপি কর্মীরা গিয়ে হামলা চালায়।”

সুতরাং, সার্বিক অনুসন্ধানে এটা স্পষ্ট যে, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি মূলত ২০২৩ সালের ২৩ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলার ভিডিও। সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে হামলা কিংবা ভাঙচুরের  কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত হয়েছে ইনসাইড রিউমারস। 

Tagged: