Home / জাতীয় / সাংবাদিক ইলিয়াসের নির্দেশে ওয়ালটনে মব সন্ত্রাসীদের চাঁদাবাজি দাবিতে ভিন্ন ঘটনার পুরনো ভিডিও প্রচার

সাংবাদিক ইলিয়াসের নির্দেশে ওয়ালটনে মব সন্ত্রাসীদের চাঁদাবাজি দাবিতে ভিন্ন ঘটনার পুরনো ভিডিও প্রচার

সাংবাদিক ইলিয়াস হোসেনের নির্দেশে ওয়ালটনে চাঁদাবাজি দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

১৬ সেকেন্ডের ওই ভিডিও’র ক্যাপশনে বলা হয়, “ইলিয়াসের নির্দেশে,, ওয়ালটনে চাঁদাবাজি করতে যায় মব সন্ত্রাসীরা,,, সেনাবাহিনীর অভিযান চলছে” (বানান অপরিবর্তিত)। 

এই সংক্রান্ত দাবিতে ফেসবুকে পোস্ট রয়েছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে৷ এর মধ্যে একটি ভিডিও দেখেছে প্রায় সাড়ে চার হাজার মানুষ, শেয়ার হয়েছে ৩৮ বার৷ 

তবে ইনসাইড রিউমারসের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি একটি ভিন্ন ঘটনার পুরনো ভিডিও৷ গত ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচের আগে টিকিট ছাড়া জাতীয় স্টেডিয়ামে প্রবেশকারীদের ওপর সেনাবাহিনীর লাঠিচার্জের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিও পর্যবেক্ষণ করেছে ইনসাইড রিউমারস। ভিডিওতে দেশীয় গণমাধ্যম ‘Dhaka Post’ এর একটি লোগো দেখা যায়৷ সেই সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ পদ্ধতিতে গত ১০ জুন ঢাকা পোস্টের ইউটিউব চ্যনেলে ৫ মিনিট ৩৩ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়৷ 

ভিডিওটির ৪৭ সেকেন্ড থেকে ১ মিনিট পর্যন্ত আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। মূলত, ঢাকা পোস্টের মূল ভিডিও থেকে এই অংশটুকু কেটে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত দাবিতে ছড়িয়ে দেওয়া হয়েছে৷ 

ভিডিওটির ক্যাপশনে বলা হয়, ”টিকিট ছাড়া স্টেডিয়ামে প্রবেশকারীদের ওপর সেনাবাহিনীর লা’ঠিচার্জ।”

বিষয়টি নিয়ে আরও নিশ্চিত হতে একই দিনের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সন্ধান করেছে ইনসাইড রিউমারস। ১০ জুন ২০২৪ সালে দৈনিক জনকণ্ঠ ‘টিকিট ছাড়া স্টেডিয়ামে প্রবেশকারীদের ওপর সেনাবাহিনীর লাঠিচার্জ’ শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করে৷ 

সুতরাং, সাংবাদিক ইলিয়াস হোসেনের নির্দেশে ওয়ালটনে চাঁদাবাজি দাবিতে প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার পুরনো ভিডিও। এমনকি আলোচিত দাবির স্বপক্ষেও কোনো প্রমাণ পায়নি ইনসাইড রিউমারস। 

Tagged: