সাবেক অস্ট্রেলিয়ান সিনেটর রিচার্ড ডি ন্যাটালে বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে৷
১ মিনিট ১ সেকেন্ডের ওই ভিডিও’র ক্যাপশনে বলা হয়, “অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস সিনেট চেম্বারে অস্ট্রেলিয়ান গ্রিন্স প্রধান রিচার্ড ডি ন্যাটালে বাংলাদেশ চলমান রাজনৈতিক সহিংসতা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করছে। তারা শেখ হাসিনা দেশে ফেরা ও আগামী নির্বাচনে অংশ গ্রহণ করা পর্যন্ত শেখ হাসিনাকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত।” (বানান অপরিবর্তিত)
এই সংক্রান্ত দাবিতে ফেসবুকে ভিডিও রয়েছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। এর মধ্যে একটি ভিডিও দেখেছে ৭ হাজারের বেশি মানুষ, শেয়ার হয়েছে ১৮৫ বার৷
ইনসাইড রিউমারসের অনুসন্ধান জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি ছয় বছর আগেকার। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যার বিষয়ে রিচার্ড ডি ন্যাটালের মন্তব্যকে আলোচিত দাবিতে সাম্প্রতিক বলে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে ভিডিওটি পর্যবেক্ষণ করেছে ইনসাইড রিউমারস। এতে “Australia 24 News” নামে একটি লোগো দেখা যায়৷ সেই সূত্র ধরে পরবর্তীতে ইউটিউবে একই নামের চ্যানেলে ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বরে প্রচারিত ৩ মিনিট ১৯ সেকেন্ডের একটি ভিডিও খুঁজে পায় ইনসাইড রিউমারস। “Bangladesh Issues in Australian Senate” শিরোনামে ভিডিওটির বর্ণনায় বলা হয়, বাংলাদেশ ইস্যু উঠে এসেছে অস্ট্রেলিয়ার সিনেটে।
ভিডিওটির ১ মিনিট ৪২ সেকেন্ড থেকে ২ মিনিট ১৬ সেকেন্ড পর্যন্ত আলোচিত ভিডিওর সঙ্গে হুবহু মিল পাওয়া যায়৷ এতে সিনেটর রিচার্ড ডি ন্যাটালকে বলতে দেখা যায়, “আমরা অত্যন্ত উদ্বিগ্ন যে গত কয়েক মাসে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ১০০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিরা সরাসরি আমাদের কাছে তাদের আশঙ্কা ব্যক্ত করেছেন। তারা চান আমরা এই বিষয়টি আমাদের সংসদে উত্থাপন করি। আমরা জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের আহ্বান পুনর্ব্যক্ত করছি — বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। বাংলাদেশের আঞ্চলিক প্রতিবেশী হিসেবে আমি আশা করি সরকার কিছুটা সাহস দেখাবে, যথাযথ বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করবে, রাজনৈতিক বন্দিদের তাৎক্ষণিক মুক্তি দেবে এবং অঞ্চলের চলমান মানবিক সংকটে বাংলাদেশ সরকারকে সহায়তা করবে।”
অর্থাৎ সিনেটর রিচার্ড ডি ন্যাটালে বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ ও শেখ হাসিনাকে দেশে ফেরানো এবং আগামী নির্বাচনে অংশ গ্রহণ করা পর্যন্ত তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার বিষয়ে কোনো বক্তব্য দেননি৷ বরং, ২০১৮ সালে বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও মানবিক সংকট নিয়ে কথা বলেছেন। সেটিকেই এখন সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে।