সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে জাতীয় পাটি” দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে।
এই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত একটি ভিডিও এই প্রতিবেদন প্রকাশ হওয়ার আগ পর্যন্ত প্রায় ১৪ হাজার বার দেখা হয়েছে এবং ভিডিওটি প্রায় ১৮৪ বার শেয়ার করা হয়েছে।
ইনসাইড রিউমারসের অনুসন্ধান
শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ইনসাইড রিউমারস। ভিডিওটিতে দৃশ্যমান ব্যানারটিতে “জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী” লেখা দেখা যায়।
এর সূত্র ধরে একাধিক কি-ওয়ার্ড সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে ‘Times International’ নামক ইউটিউব চ্যানেলে গত ১ জানুয়ারি “উল্লাসে মেতেছে জাতীয় পার্টি, সরাসরি” শিরোনামে একটি লাইভ ভিডিও পাওয়া যায়।
উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল পাওয়া যায়। ভিডিওটি দেখে বোঝা যায় যে এটি জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের ভিডিও।
এর সূত্র ধরে অনুসন্ধানে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের ভেরিফায়েড ফেসবুক পাতায় গত ১ জানুয়ারি প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যের মিল পাওয়া যায়।
পোস্টের ক্যাপশনে বলা হয়, “১ জানুয়ারী ২০২৫ জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রায় অংশ নেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের মহোদয় । শোভাযাত্রাটি কাকরাইল-পল্টন-প্রেসক্লাব পর্যন্ত বের করা হয়। এ সময় জাতীয় পার্টির বিভিন্ন নেতা-কর্মী অংশ নেয়।”
অর্থাৎ ভিডিওটি গত ১ জানুয়ারি জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার ভিডিও।
সুতরাং সার্বিক পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, নির্দিষ্ট করে “জাতীয় পার্টির মাঠে নেমেছে” দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক নয়; বরং গত ১ জানুয়ারি জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার একটি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।