Home / রাজনীতি / শেখ হাসিনার বিচারিক ট্রাইব্যুনালে আগুন দাবিতে গত বছর সচিবালয়ে আগুন লাগার ভিডিও প্রচার

শেখ হাসিনার বিচারিক ট্রাইব্যুনালে আগুন দাবিতে গত বছর সচিবালয়ে আগুন লাগার ভিডিও প্রচার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “ঢাকায় শেখ হাসিনার বিচারিক ট্রাইব্যুনাল আদালতে আগুন” দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

এই দাবিতে ফেসবুকে পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত একটি ভিডিও এই প্রতিবেদন প্রকাশ করার আগ পর্যন্ত প্রায় ১৮ হাজার বার দেখা হয়েছে এবং শেয়ার করা হয়েছে দেড়শো বার। 

ইনসাইড রিউমারসের অনুসন্ধান 

অনুসন্ধানের শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ইনসাইড রিউমারস। ভিডিও পর্যবেক্ষণে ভিডিওতে আলোচিত দাবির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

ভিডিওটির একাধিক কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে ২০২৪ সালের ডিসেম্বরে “সচিবালয়ের আগুন নিভেছে, ঢুকেছেন কর্মকর্তা-কর্মচারীরা” শিরোনামে প্রথম আলোর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল লক্ষ্য করে ইনসাইড রিউমারস।

ভিডিওতে থেকে জানা যায়, বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ২৫ ডিসেম্বর রাত ১টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর তাদের ১৯টি ইউনিট টানা ৮ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সচিবালয় পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানায়, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। 

পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ পদ্ধতির মাধ্যমে অনুসন্ধানে “সচিবালয়ে আগুন, নিয়ন্ত্রণে ১৮ ইউনিট” শিরোনামে ডেইলি স্টারের প্রতিবেদন পাওয়া যায়।

আরও অনুসন্ধানে দৈনিক ইত্তেফাক, সমকাল, বনিক বার্তা সহ আরও কিছু গণমাধ্যমে একই তথ্য পাওয়া যায়। পাশাপাশি দেশীয় কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে ট্রাইব্যুনালে আগুন সংক্রান্ত আলোচিত দাবির বিষয়ে কোনো তথ্য কিংবা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, সার্বিক পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, প্রচারিত ভিডিওটি শেখ হাসিনার বিচার পরিচালনাকারী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগুন নয়, বরং এটি গতবছরের সচিবালয়ে আগুন লাগার ভিডিও।

Tagged: