Home / রাজনীতি / অস্ত্রসহ গ্রেফতার শফিউল আলম লাট্টুর ছেলে অনিন্দ্যকে পিনাকী ভট্টাচার্যের ছেলে দাবিতে অপপ্রচার

অস্ত্রসহ গ্রেফতার শফিউল আলম লাট্টুর ছেলে অনিন্দ্যকে পিনাকী ভট্টাচার্যের ছেলে দাবিতে অপপ্রচার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে “ব্রেকিং নিউজ পিনাকী ভট্টাচার্যের ছোট ছেলে পুলিশ এবং সেনাবাহিনীর হাতে আটক” শিরোনামে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। 

এই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। টিকটকে প্রচারিত ভিডিওটি আছে এখানে (আর্কাইভ)। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত একটি ভিডিও এই প্রতিবেদন প্রকাশ হওয়ার আগ পর্যন্ত প্রায় ১ লক্ষ ৮ হাজার বার দেখা হয়েছে এবং ভিডিওটি প্রায় ৩ হাজার ৪০০ বার শেয়ার করা হয়েছে। 

ইনসাইড রিউমারসের অনুসন্ধান

শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ইনসাইড রিউমারস। ভিডিওর ওপরে ডানদিকে থাকা দেশ টিভির লোগোর সূত্র ধরে অনুসন্ধানে দেশ টিভির ফেসবুক পাতায় গত ১৮ আগস্ট একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল লক্ষ্য করা যায়। 

ভিডিওটির ক্যাপশনে বলা হয়, “পিনাকী-ওসমান হাদির কথা শুনতে বললেন সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ গ্রেপ্তার অনিন্দ্য।” ভিডিওর কোথাও গ্রেফতারকৃত ব্যক্তি প্রবাসী ও অনলাইন এ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের ছেলে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। 

ভিডিওতে থাকা তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে বাংলা ট্রিবিউট এর ওয়েবসাইটে গত ১৭ আগস্ট “অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেফতার অনিন্দ্য ও তার দুই সহযোগী রিমান্ডে” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, রাজশাহীতে ১৬ আগস্ট ভোর থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মোস্তাসেরুল আলম অনিন্দ্য (৩৩) ও তার দুই সহযোগী রবিন (২৮) ও ফয়সাল (৩০)-কে গ্রেফতার করা হয়। তাদের ধৃত অবস্থায় আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল, তবে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, অনিন্দ্য রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শফিউল আলম লাট্টুর ছেলে। তিনি আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই হিসেবে পরিচিত। এছাড়া নগরের কাদিরগঞ্জ এলাকায় তার বাড়ির পাশেই ‘ডক্টর ইংলিশ’ নামক একটি কোচিং সেন্টার পরিচালনা করতেন।

অর্থাৎ, অনিন্দ্য পিনাকী ভট্টাচার্যের ছেলে নয়। 

এছাড়া, মানবজমিনের ওয়েবসাইটে ২০১৮ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে থেকে জানা যায়, অনলাইন এ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের একটি মাত্র ছেলে রয়েছে এবং তার নাম রাসেভ আঞ্জুম শুভ।

সুতরাং, সার্বিক পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেফতার অনিন্দ্য পিনাকী ভট্টাচার্যের ছেলে দাবিটি সঠিক নয়।

Tagged: