Home / জাতীয় / চট্টগ্রামে ডিপ্লোমা শিক্ষার্থীদের মশাল মিছিলকে মুক্তিযোদ্ধাদের ‘গ্রেফতার, লাঞ্চিত করার প্রতিবাদ’ দাবিতে প্রচার

চট্টগ্রামে ডিপ্লোমা শিক্ষার্থীদের মশাল মিছিলকে মুক্তিযোদ্ধাদের ‘গ্রেফতার, লাঞ্চিত করার প্রতিবাদ’ দাবিতে প্রচার

সামাজিক যোগাযোগমাধ্যমে গত ২৮ আগস্ট “আজ মুক্তিযোদ্ধাদের গ্রেফতার ও লাঞ্চিত করার প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল চলছে” দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। 

এই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট আছে এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত একটি ভিডিও এই প্রতিবেদন প্রকাশ হওয়ার আগ পর্যন্ত প্রায় ৫২ হাজার বার দেখা হয়েছে এবং ৫৭৪ বার শেয়ার করা হয়েছে। 

ইনসাইড রিউমারসের অনুসন্ধান

অনুসন্ধানের শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ইনসাইড রিউমারস। ভিডিও পর্যবেক্ষণে ভিডিওতে আলোচিত দাবির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে গত ২৭ আগস্ট “চট্টগ্রামে পলিটেকনিক শিক্ষার্থীদের মশাল মিছিল” শিরোনামে যমুনা টেলিভিশনের ভেরিফায়েড ফেসবুক পাতায় একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল য়েছে।

তবে যমুনার সেই ভিডিওর কোথাও মুক্তিযোদ্ধাদের গ্রেফতার ও লাঞ্চিত করার প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিলের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ভিডিও থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সেটি ছিল ২৭ আগস্ট বিএসসি ইঞ্জিনিয়ারদের দাবির বিরুদ্ধে চট্টগ্রামে ডিপ্লোমা শিক্ষার্থীদের মশাল মিছিলের ভিডিও।

অনুসন্ধানে “চট্টগ্রামে বিএসসি ইঞ্জিনিয়ারদের দাবির বিরুদ্ধে ডিপ্লোমাদের মশাল মিছিল…” শিরোনামে দৈনিক কালের কণ্ঠের ফেসবুক পাতায় একটি লাইভ ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথেও আলোচিত ভিডিওর মিল রয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পাওয়া এক ভিডিওতেও একই তথ্য পাওয়া যায়। 

এর সূত্র ধরে অনুসন্ধানে গত ২৭ আগস্ট প্রতিদিনের বাংলাদেশের ওয়েবসাইটে “চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ডিপ্লোমাধারীদের মশাল মিছিল চট্টগ্রাম অফিস” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসন এবং তিন দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেইট এলাকায় বিক্ষোভ করেছেন। বুধবার (২৭ আগস্ট) বিকাল সাড়ে ৪টা থেকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। 

অন্যদিকে চুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ডিগ্রীধারী শিক্ষার্থীরাও মশাল মিছিল করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শুরু হওয়া মিছিলটি পলিটেকনিক মোড় থেকে বের হয়ে দুই নম্বর গেইটে এসে শেষ হয়।

তবে প্রতিবেদনের কোথাও মুক্তিযোদ্ধাদের গ্রেফতার ও লাঞ্চিত করার প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল দাবিটির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, সার্বিক পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, মুক্তিযোদ্ধাদের গ্রেফতার ও লাঞ্চিত করার প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিলের দাবিটি সঠিক নয়; বরং এটি ২৭ আগস্ট ডিপ্লোমা শিক্ষার্থীদের মশাল মিছিলের ভিডিও। 

Tagged: