Home / রাজনীতি / ঢাবিতে বিক্ষোভ দাবিতে ইন্দোনেশিয়ার ভিডিও প্রচার

ঢাবিতে বিক্ষোভ দাবিতে ইন্দোনেশিয়ার ভিডিও প্রচার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “এই মুহূর্তে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়” শিরোনামে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ইনসাইড রিউমারসের অনুসন্ধান

শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে গত ২৯ আগস্ট ‘DJ KIMKIM’ নামক একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

ভিডিওতে ইন্দোনেশিয়ান ভাষায় লেখা ক্যাপশন এর বাংলা অনুবাদ করে জানা যায়, এটি ইন্দোনেশিয়ার ব্রিমব সদর দফতরে বিক্ষোভ চলাকালে সৃষ্ট বিশৃঙ্খলার দৃশ্য। 

উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক একাধিক কি-ওয়ার্ড সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘The Guardian’ এর ওয়েবসাইটে গত ২৯ আগস্টে “Protests erupt in Indonesia over death of man hit by police vehicle” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। 

প্রতিবেদন থেকে জানা যায়, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পুলিশের গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল রাইড-শেয়ারিং চালক নিহত হলে সেখানে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধরা সংসদ ভবন ও পুলিশ সদর দপ্তরের সামনে জড়ো হয়ে দোষীদের শাস্তির দাবি জানায়। ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রেসিডেন্ট প্রববো সুবিয়ান্তো স্বচ্ছ তদন্তের নির্দেশ দেন। এদিকে, সংশ্লিষ্ট সাত পুলিশ সদস্যকে আটক করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

সুতরাং সার্বিক পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভের দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়; বরং ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পুলিশের গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় বিক্ষোভের দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

Tagged: