Home / রাজনীতি / নুরুল হক নুরকে মেরে ফেলতে ‘র’-এর সদস্য শিব শংকর দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে দাবিতে এআই-নির্মিত ছবি প্রচার

নুরুল হক নুরকে মেরে ফেলতে ‘র’-এর সদস্য শিব শংকর দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে দাবিতে এআই-নির্মিত ছবি প্রচার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ব্যক্তির ছবি দিয়ে দাবি করা হচ্ছে, “তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর সদস্য যাকে বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে মেরে ফেলার দায়িত্ব দেওয়া হয়েছে।”

ছবির ক্যাপশনে বলা হচ্ছে, “ব্রেকিং নিউজ। এই লোকের নাম শিব সংকর দাস। তিনি বাংলাদেশী না। ভারতীয় নাগরিক। র এর সদস্য।  তাকে এসাইন করা হয়েছিল নুর কে মেরে ফেলতে। তার এত ক্রিস্টাল ক্লিয়ার ছবি এত ভাইরাল হওয়ার পরও দেশের কোথাও থেকে এখনো তার পরিচয় বের না হওয়া, সোনাবাহিনী তাকে নিরাপদে পার করে দেয়া সবই জলের মত পরিষ্কার হয়ে গেছে। সংগৃহীত এই তথ্য যদি ভুল হয় তাহলে অবশ্যই কালকের হামলাকারী বাহিনীকে বিশ্বাসযোগ্য প্রমাণ হাজির করে ভুল প্রমাণ করতে হবে।” (বানান অপরিবর্তিত) 

এই সংক্রান্ত দাবিতে ফেসবুকে পোস্ট রয়েছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। এর মধ্যে একটি পোস্টে ২৪ হাজার মানুষ প্রতিক্রিয়া জানিয়েছে, শেয়ার হয়েছে ২৭ হাজার বার৷ 

তবে ইনসাইড রিউমারসের অনুসন্ধান জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়৷ প্রকৃতপক্ষে, শিব সংকর দাস নামে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’এর সদস্য বলে দাবি করা ওই ব্যক্তির ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি৷ 

অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে টিকটকে Md Milon নামে এক ব্যক্তির একাউন্টে আলোচিত ব্যক্তির একটি  ভিডিওর সন্ধান পায় ইনসাইড রিউমারস। ছবিতে থাকা ওই ব্যক্তির সঙ্গে ভিডিওর ব্যক্তির হুবহু মিল পাওয়া যায়৷ ভিডিওতে ওই ব্যক্তিকে হাসিমুখে বলতে দেখা যায়, “আমি নুরকে পিটাইছি, আমাকে কেউ কিচ্ছু করতে পারে নাই৷ সবাই আমাকে খুঁজতেছে কিন্তু কেউ খুঁজে পাবে না।”

ভিডিওটি পর্যবেক্ষণে আলোচিত ব্যক্তি কথা বলার সময় শব্দের উচ্চারণের সঙ্গে ঠোঁটের অসামঞ্জস্যতা দেখা যায়৷ এমনকি তার পেছনে কয়েকজন সেনা সদস্য থাকলেও তারা

বাংলাদেশি নয়৷ তাদের চোখের পাতা নড়চড় করতে দেখা যায়নি৷ শুধু তাই নয়, তার শব্দ চয়ন ও পারিপার্শ্বিক অবস্থার মধ্যেও কৃত্রিমতার ভাব পরিলক্ষিত হয়৷ যা সাধারণত এআই দিয়ে তৈরি কনটেন্টের ক্ষেত্রে দেখা যায়। 

আলোচিত ব্যক্তির ছবিটি আরও বিশ্লেষণ করে দেখা যায়, তার মুখ অস্বাভাবিক মসৃণ, মুখে কোনো সূক্ষ্ম দাগও নেই; যা সাধারণত এআই দিয়ে জেনারেট করা ছবির ক্ষেত্রে দেখা যায়৷ এমনকি ওই ব্যক্তির টি-শার্টের বোতামে অসামঞ্জস্যতা দেখা গেছে৷ টি-শার্টের একটি বোতামের অবস্থান সঠিক স্থানে থাকলেও আরেকটি বোতাম বাম পাশের বুকের উপরে রয়েছে; যা অস্বাভাবিক। 

ছবিটি সম্পর্কে আরও নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ডিকপি এআই (Decopy AI) এর সহযোগিতা নেয় ইনসাইড রিউমারস। এতে দেখা যায়, ছবিটি ৯২.১৫ শতাংশ এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

সুতরাং, সার্বিক অনুসন্ধান থেকে স্পষ্ট যে, নুরুল হক নুরকে মেরে ফেলতে ‘র’-এর সদস্য শিব শংকর দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে দাবিতে প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি।

Tagged: