Home / রাজনীতি / নারায়ণগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল দাবিতে চট্টগ্রামে বাসে অগ্নিসংযোগের ভিডিও প্রচার

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল দাবিতে চট্টগ্রামে বাসে অগ্নিসংযোগের ভিডিও প্রচার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “ব্রেকিং নিউজ এই মুহূর্তে চলছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল” শিরোনামে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ইনসাইড রিউমারসের অনুসন্ধান 

শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ইনসাইড রিউমারস। ভিডিওটির বিষয়ে একাধিক কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে গত ২০ জুলাই ‘মোহাম্মদ ইমতিয়াজ হোসেন’ নামক ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পাওয়া যায়। 

উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়।

ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, এটি চট্টগ্রাম বিপনি-বিতান নিউ মার্কেটের সামনে বাসে আগুন লাগার দৃশ্য। 

পরবর্তীতে এর সূত্র ধরে অনুসন্ধানে প্রথম আলো’র ওয়েবসাইটে গত ২১ জুলাই “বাসে আগুন দিয়েই সটকে পড়েন যুবক, ভিডিও ভাইরাল” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনেও একই ঘটনার ছবি খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদনে বলা হয়, “চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় গত ২০ জুলাই সন্ধ্যায় একটি বাসে আগুন দেওয়া হয়।  সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা ফুলশার্ট পরিহিত এক যুবক বাসের পেছনের আসনে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত সটকে পড়েন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১৫ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলে। ঘটনার সময় বাসে সাত-আটজন যাত্রী ছিলেন, যারা অকটেনের গন্ধ পেয়ে চালকের সহকারীকে জানান।”

অর্থাৎ ভিডিও সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের নয়। তাছাড়া, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল সংগঠিত হলে তা গণমাধ্যমে আসা স্বাভাবিক ছিলো। কিন্তু অনুসন্ধানে দেশীয় কোনো গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে উক্ত দাবির স্বপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, সার্বিক পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জে দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের কোনো বিক্ষোভ মিছিল সংঘটিত হয়নি; বরং গত জুলাই মাসে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে। 

Tagged: