Home / রাজনীতি / ডাকসু নির্বাচন ঘিরে গাড়ি ভর্তি অস্ত্র আটক দাবিতে ভিন্ন ঘটনার পুরনো ভিডিও প্রচার

ডাকসু নির্বাচন ঘিরে গাড়ি ভর্তি অস্ত্র আটক দাবিতে ভিন্ন ঘটনার পুরনো ভিডিও প্রচার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে “গাড়ি ভর্তি অস্ত্র আটক” জাতীয় মিথ্যা দাবিতে ৩৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

ভিডিওটির ক্যাপশনে দাবি করা হচ্ছে, “এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ব‍্যবহারের জন্য, গাড়ি ভর্তি অস্ত্র আটক করলো সেনাবাহিনী এবং কয়েক জন শিবিরের নেতা আটক করা হয়েছে।” (বানান অপরিবর্তিত) 

এই সংক্রান্ত দাবিতে ফেসবুকে ভিডিও রয়েছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। এর মধ্যে ফেসবুকে প্রচারিত একটি ভিডিও প্রায় ৩ লাখ ১৩ হাজার বার দেখা হয়েছে এবং ভিডিওটি শেয়ার করা হয়েছে প্রায় ৯ হাজার ৫০০ বার।

তবে ইনসাইড রিউমারসের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে ডাকসু নির্বাচনকে ঘিরে গাড়ি ভর্তি অস্ত্র আটকের কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের আগস্টে রাজশাহীতে প্রাইভেট কার থেকে দুই বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার করে শিক্ষার্থীরা। সেই ঘটনার ভিডিওকে এখন ডাকসু নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে৷ 

অনুসন্ধানে শুরুতে কি-ওয়ার্ড সার্চ পদ্ধতিতে দেশীয় গণমাধ্যম দৈনিক ভোরের পাতা পত্রিকার ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১১ আগস্ট প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির সঙ্গে আলোচিত ভিডিও’র হুবহু মিল পাওয়া যায়। ভিডিওর ক্যাপশনে বলা হয়, “রাজশাহীতে প্রাইভেট কার থেকে দুই বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার।”

একই ঘটনায় দৈনিক জনবার্তা নিউজ নামে একটি ইউটিউব চ্যানেলে হুবহু একই ভিডিও পাওয়া যায়৷ সুতরাং, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বলে নিশ্চিত হয়েছে ইনসাইড রিউমারস। 

আরও নিশ্চিত হতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সন্ধান করেছে ইনসাইড রিউমারস।  আজকের পত্রিকায় ২০২৪ সালের ১১ আগস্ট “রাজশাহীতে প্রাইভেট কার থেকে ২ বস্তা দেশি অস্ত্র উদ্ধার” শিরোনামে একটি প্রতিবেদন পাওয়া যায়। 

প্রতিবেদন বলা হয়, “রাজশাহীতে প্রাইভেট কার থেকে দুই বস্তা দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ১০ আগস্ট রাত নয়টার দিকে নগরের শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বরে (রেলগেট) এলাকা থেকে ওই অস্ত্রসহ একজনকে আটক করেন শিক্ষার্থীরা।”

এ ব্যাপারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বরাত দিয়ে আজকের পত্রিকা জানায়, “শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণের সময় ওই প্রাইভেট কার থামান। পরে গাড়ির পেছন থেকে দেশি অস্ত্র উদ্ধার করে। আটক ব্যক্তি শিক্ষার্থীদের টাকা দিতে চেয়েছিলেন। এতে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হন। পরে তাঁরা ওই ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছেন।”

আরও অনুসন্ধানে প্রথম আলোদৈনিক ইনকিলাব পত্রিকার ওয়েবসাইটে এই ঘটনার বিষয়ে বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। 

এছাড়া, ডাকসুকে কেন্দ্র করে কোনো অস্ত্র আটকের ঘটনা ঘটেছে এমন কোনো তথ্য সম্প্রতি দেশীয় গণমাধ্যমে পাওয়া যায়নি৷  

সুতরাং, সার্বিক পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, ২০২৪ সালের ভিন্ন ঘটনার ভিডিওকে সম্প্রতি ডাকসু নির্বাচনকে ঘিরে গাড়ি ভর্তি অস্ত্র আটক দাবিতে প্রচার করা হয়েছে। 

Tagged: