সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “এত লোকের উপস্থিতীতে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে বি,এন,পি নেতা আমির খুসরু মাহমুদের ধমক” (বানান অপরিবর্তিত) দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে।
ভিডিওতে দেখা যায়, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাদা পাঞ্জাবি পরা এক ব্যক্তির সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েছেন। দাঁড়িয়ে থাকা ঐ ব্যক্তি আসিফ নজরুল বলে প্রচারিত ভিডিওতে দাবি করা হচ্ছে।
এই দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট আছে এখানে (আর্কাইভ) এখানে (আর্কাইভ) এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)
ইনস্টাগ্রামে পাওয়া পোস্ট আছে এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত একটি ভিডিও প্রায় ১ লাখ ৫৩ হাজার বার দেখা হয়েছে। এছাড়া ভিডিওটি শেয়ার করা হয়েছে প্রায় ১৬৮ বার এবং এতে প্রায় ২ হাজার ৮০০ প্রতিক্রিয়া দেখানো হয়েছে।
ইনসাইড রিউমারসের অনুসন্ধান
শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ইনসাইড রিউমারস। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও ভিডিও পর্যবেক্ষণ করে জানা যায়, উক্ত ভিডিওতে উপদেষ্টা আসিফ নজরুলকে ধমকানোর দাবিটি সঠিক নয়। ভিডিওর কোথাও এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
আলোচিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে সাপ্তাহিক দৈনিক আজকালের ইউটিউব চ্যানেলে ১৬ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়। গত মাসের (আগস্ট) ৩১ তারিখে “আমীর খসরুর সঙ্গে বেয়াদবি আকন কুদ্দুসের” শিরোনামে পাওয়া এই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর হুবহু মিল পাওয়া যায়।
এর সূত্র ধরে অনুসন্ধানে দৈনিক ইনকিলাবের ওয়েবসাইটে “আমির খসরুর সঙ্গে প্রকাশ্যে দুর্ব্যবহার, কুদ্দুস আকনের ক্ষমা চাওয়ার ভিডিও ভাইরাল!” শিরোনামে একটি প্রতিবেদন পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনে বলা হয়, “বরিশাল শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ‘বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরামের মতবিনিময় সভা ২০২৫’-এ ঘটে গেছে এক বিব্রতকর ঘটনা। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সাথে বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান প্রকাশ্যে দুর্ব্যবহার করেন। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে অনুষ্ঠানস্থলে। যে ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।”
ইনকিলাবের প্রতিবেদন অনুযায়ী, সভায় আকন কুদ্দুস ক্ষুব্ধ হয়ে প্রশ্ন তোলেন, “এখানে প্রোগ্রাম হচ্ছে, আমাকে কেন দাওয়াত দেওয়া হয়নি?” এর জবাবে আমীর খসরু সোজাসাপ্টা জানান, এটি কোনো রাজনৈতিক আয়োজন নয়, বরং ব্যবসায়ীদের নিজস্ব উদ্যোগে আয়োজিত সভা। তবে এই ব্যাখ্যা শুনেও ক্ষান্ত হননি কুদ্দুস আকন। বরং তার উগ্র আচরণে ক্ষোভে ফেটে পড়ে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে হাতাহাতি বেঁধে যায়। সংঘর্ষে যুবদল নেতা মাসুদ হাওলাদার ও মনিরুজ্জামান মনির আহত হন।
তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি পরিস্থিতি শান্ত করতে এগিয়ে এসে বলেন, “খসরু ভাই, ও খমা চাইছে ওরে মাফ কইরা দেন, ও আমাদেরই ছোট ভাই।” এরপর তার সামনেই আকন কুদ্দুস প্রকাশ্যে মাথা নত করে বলেন, “ভুল করছি ভাই, মাফ কইরা দেন।”
আরও অনুসন্ধানে একই তথ্য পাওয়া যায় দৈনিক ইনকিলাবের ফেসবুক ও ইনস্টাগ্রাম পাতায়ও।
এছাড়া গণমাধ্যমের কোনো সূত্রেই উপদেষ্টা আসিফ নজরুলের বরিশালের ওই আলোচিত সভায় উপস্থিত থাকার তথ্য পাওয়া যায়নি।
সুতরাং সার্বিক পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, উপদেষ্টা আসিফ নজরুলকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ধমকাচ্ছেন বলে প্রচারিত দাবিটি সঠিক নয়। বরং এটি বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের সঙ্গে আমীর খসরুর বাকবিতন্ডার ভিডিও।