Home / রাজনীতি / কক্সবাজার হোটেলে গোপালগঞ্জ ছাত্রলীগের সভাপতি অবস্থান করায় টুরিস্ট পুলিশের অভিযানের মিথ্যা দাবি

কক্সবাজার হোটেলে গোপালগঞ্জ ছাত্রলীগের সভাপতি অবস্থান করায় টুরিস্ট পুলিশের অভিযানের মিথ্যা দাবি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “এই মুহুর্তে গভীর রাতে কক্সবাজার হোটেলে গোপালগঞ্জ ছাত্রলীগের সভাপতি অবস্থান করছে, এজন্যই টুরিস্ট পুলিশের হোটেলে ব‍্যাপক অভিযান চলছে” শিরোনামে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ইনসাইড রিউমারসের অনুসন্ধান 

শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির বিষয়ে একাধিক কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম ‘Chittagong Tribune’ এর ভেরিফায়েড ফেসবুক পাতায় গত ৪ সেপ্টেম্বর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। 

এই ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, কক্সবাজার কটেজ জোন এলাকায় গোপন সুড়ঙ্গ রুমের সন্ধানে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ অভিযানের ভিডিও এটি।

আরও অনুসন্ধানে ‘Ukhia News Network- UNN’ এর ফেসবুক পাতায়ও একই ভিডিও পাওয়া যায়। যেখানে ভিডিওটি কক্সবাজার কটেজ জোন এলাকায় গোপন সুড়ঙ্গ রুমের সন্ধানে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ অভিযানের ভিডিও বলে উল্লেখ করা হয়।

অর্থাৎ কক্সবাজার হোটেলে গোপালগঞ্জ ছাত্রলীগের সভাপতি অবস্থান করায় টুরিস্ট পুলিশের অভিযানের ভিডিও নয় এটি। 

এছাড়া, একাধিক কি-ওয়ার্ড সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করেও আলোচিত দাবির স্বপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। তবে আমাদের সময় ডটকমের ওয়েবসাইটে আজ (৫ সেপ্টেম্বর) “হোটেলে গোপন সুরঙ্গ, ১৪ তরুণ-তরুণী ধরা” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়, কক্সবাজারে কটেজ জোন এলাকা ও হোটেলে অভিযান চালিয়েছে ট্যুরিস্ট পুলিশ। বুধবার (০৩ সেপ্টেম্বর) রাতে এ অভিযান চালানো হয়। এ সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৪ জন তরুণ-তরুণীকে আটক করা হয়।

প্রতিবেদনের কোথাও কক্সবাজার হোটেলে গোপালগঞ্জ ছাত্রলীগের সভাপতি অবস্থান করা কিংবা এ কারণে ট্যুরিস্ট পুলিশের অভিযান সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং সার্বিক পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, কক্সবাজার হোটেলে গোপালগঞ্জ ছাত্রলীগের সভাপতি অবস্থান করায় টুরিস্ট পুলিশের অভিযানের দাবিটি সঠিক নয়। বরং গত ৩ সেপ্টেম্বর রাতে কক্সবাজারে কটেজ জোন এলাকা ও হোটেলে টুরিস্ট পুলিশের অভিযানের ভিডিওকেই আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

Tagged: