Home / জাতীয় / চট্টগ্রামে সেনাবাহিনী, শিক্ষার্থী, গ্রামবাসীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষের দাবিতে ভিন্ন ঘটনার পুরনো ভিডিও প্রচার

চট্টগ্রামে সেনাবাহিনী, শিক্ষার্থী, গ্রামবাসীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষের দাবিতে ভিন্ন ঘটনার পুরনো ভিডিও প্রচার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষার্থী এবং গ্রামবাসীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ চলছে এমন দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। মারুফ শেখ নামে একটি ফেসবুক পাতা থেকে ২ সেপ্টেম্বর প্রথমবার ভিডিওটি পোস্ট করা হয়। 

প্রচারিত ৪৫ সেকেন্ডের ভিডিওর ক্যাপশনে বলা হয়, “এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেনাবাহিনী-র‍্যাবের একাধিক গাড়ি-ভাংচুর। সেনাবাহিনী-শিক্ষার্থী এবং গ্রামবাসিদের মধ্যে চলছে ত্রি-মুখী সং*ঘর্ষ,,,গৃহ*যুদ্ধের দ্বারপ্রান্তে সোনার বাংলাদেশ!” (বানান অপরিবর্তিত)

এই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ইনসাইড রিউমারসের অনুসন্ধান

অনুসন্ধানের শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ইনসাইড রিউমারস। 

পর্যবেক্ষণে ভিডিওতে আলোচিত দাবির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

ভিডিওটির একাধিক কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল “Channel 24” এর ইউটিউব চ্যানেলে একটি শর্টস ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল লক্ষ্য করে ইনসাইড রিউমারস।

“আশুলিয়ায় পোশাক শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে একজন নিহত” শিরোনামে প্রচারিত সেই ভিডিও থেকে জানা যায়, আশুলিয়ায় পোশাক শ্রমিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ একজন নিহত হয়েছেন, চারজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন বেশ কয়েকজন। মন্ডল গ্রুপের শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের মিটিং চলছিল তবে উভয় পক্ষের মধ্যে কোন সুরাহা না হওয়ায় সংঘর্ষ বাঁধে।

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে “আশুলিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, গুলিতে নিহত ১, আহত ৫” শিরোনামে প্রথম আলোর প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫ জন। আহতদের সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর সূত্র ধরে আরও অনুসন্ধানে গত বছরের ৩০ সেপ্টেম্বর বাংলা ট্রিবিউন, দৈনিক ইত্তেফাক, বিজনেস স্ট্যান্ডার্ড, ডেইলি স্টারসহ বেশকিছু গণমাধ্যমে একই তথ্য পাওয়া যায়।

অর্থাৎ, ত্রিমুখী সংঘর্ঘের দাবিতে প্রচারিত ভিডিওটি গত বছর সাভারের আশুলিয়ায় সংঘর্ষের ভিডিওর খন্ডচিত্র।

সুতরাং, সার্বিক পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, এক বছর আগের আশুলিয়ায় সংঘটিত শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনাকে সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনী এবং গ্রামবাসীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষে ঘটনা দাবিতে প্রচার করা হচ্ছে।

Tagged: