Home / রাজনীতি / ফেনীতে চাঁদাবাজির সময় পুলিশের হাতে বিএনপি নেতাকর্মী আটক দাবিতে মিথ্যা তথ্য প্রচার

ফেনীতে চাঁদাবাজির সময় পুলিশের হাতে বিএনপি নেতাকর্মী আটক দাবিতে মিথ্যা তথ্য প্রচার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “ফেনীতে দলবেঁধে চাঁদাবাজির সময় বিএনপির কয়েকজন নেতাকর্মী হাতেনাতে পুলিশের হাতে আটক” দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ইনসাইড রিউমারসের অনুসন্ধান 

শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ইনসাইড রিউমারস। ভিডিওটির ডান পাশে ওপরের দিকে ‘ফেনীর সময়’ লোগোর সূত্র ধরে অনুসন্ধানে ২০২৩ সালের ১২ নভেম্বর ফেনীর সময়ের ফেসবুক পাতায় একটি ভিডিও পাওয়া যায়। 

এই পুরনো ভিডিওটিকেই আলোচিত দাবিতে ব্যবহার করা হয়েছে। 

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি ফেনীতে অবরোধের সমর্থনে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জের ঘটনার ভিডিও। 

পরবর্তীতে এর সূত্র ধরে অনুসন্ধানে ঢাকা পোস্টের ওয়েবসাইটে একই দিনে অর্থাৎ ২০২৩ সালের ১২ নভেম্বর “ফেনীতে বিএনপির মিছিলে লাঠিচার্জ, আটক ৪” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ফেনী জেলায় বিএনপি সমর্থিত একটি মিছিল (অবরোধ কর্মসূচির অংশ হিসেবে) পুলিশি বাধার মুখে পড়ে। পুলিশ বাহিনী মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে এবং সেই সময় চারজন বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের কঠোর ব্যবস্থা সম্পর্কে জেলা বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অতর্কিতভাবে হস্তক্ষেপ করেছে এবং এতে অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

অর্থাৎ আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও কমপক্ষে দুই বছর আগে ফেনীতে অবরোধের সমর্থনে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জের ঘটনার ভিডিও। 

Tagged: