সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আয়ারল্যান্ড সরকার এবং আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ঘোষণার দাবিতে কিছু পোস্ট প্রচার করা হচ্ছে।
আয়ারল্যান্ড সরকারের শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ঘোষণার দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
অন্যদিকে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ঘোষণার দাবিতে প্রচারিত পোস্ট আছে এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
শুরুতেই আয়ারল্যান্ড সরকার এবং আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ঘোষণার দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে ইনসাইডার রিউমারস। পর্যবেক্ষণে আলোচিত পোস্টে কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্রের উল্লেখ পাওয়া যায়নি।
পরবর্তীতে, প্রথমেই আয়ারল্যান্ডের সরকার কর্তৃক শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ঘোষণার দাবিতে প্রচারিত পোস্টে উল্লেখিত ছবির বিষয়ে রিভার্স- ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে অ্যান্টিগুয়া ও বার্বুডা ভিত্তিক স্থানীয় অনলাইন গণমাধ্যম ‘Trumpet News’ এর ওয়েবসাইটে “Prime Minister Browne Advances National Agenda Through Strategic Bilateral Engagements at FfD4” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে উল্লেখিত ছবির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, অ্যান্টিগুয়া ও বার্মুডার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন স্পেনের স্পেনের সোভিয়ায় অনুষ্ঠিত ‘Fourth International Conference on Financing on Development (FfD4)’ এর দ্বিতীয় দিনে অগ্রাধিকার ভিত্তিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
এছাড়া, আয়ারল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী মিখাইল মার্টিন এবং হেগ ডেভেলপমেন্ট ডিভিশন বৈঠক নামক কোনো অনুষ্ঠানের নাম খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ, আয়ারল্যান্ডের সরকার কর্তৃক শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ঘোষণার দাবিটি সত্য নয়।
পরবর্তীতে, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ঘোষণার দাবিতে প্রচারিত পোস্টে কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্রের উল্লেখ না পেয়ে পোস্টে উল্লেখিত ছবির বিষয়ে রিভার্স-ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে ‘Santiago Cafiero’ নামক এক্স একাউন্টে একটি পোস্টে থাকা ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে উল্লেখিত প্রথম ছবিটির মিল খুঁজে পাওয়া যায়।
আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে “Argentina y Emiratos Árabes firmaron memorando sobre cooperación técnica“ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা ছবির সাথে আলোচিত দাবির দ্বিতীয় ছবিটির মিল খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিম আল হাশিমির আর্জেন্টিনা সফরে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে কারিগরি সহযোগিতার মেমোরান্ডাম স্বাক্ষরিত হয়।
তাছাড়া, ‘মেসার্ফার’ নামে আর্জেন্টিনার কোনো পররাষ্ট্রমন্ত্রীর তথ্য খুঁজে পাওয়া যায়নি। বর্তমানে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী হলেন জেরার্ডো ওয়ের্থেইন এবং দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর ‘গ্লোবাল হিউমার’ নামক কোনো বৈঠকেরও অস্তিত্ব মেলেনি।
অর্থাৎ, আয়ারল্যান্ড সরকার কিংবা আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ঘোষণার দাবিগুলো মিথ্যা।