সম্প্রতি “রাজধানীর খিলগাঁও থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র এলাকাবাসীর সহযোগিতায় খিলগাঁও ঈমামবাগ জামে মসজিদ থেকে উদ্ধার করা হয়েছে” দাবিতে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
এই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবির বিষয়ে কি-ওয়ার্ড সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করে ইনসাইড রিউমারস। অনুসন্ধানে চ্যানেল টুয়েন্টিফোরের ওয়েবসাইটে ২০২৪ সালের ৭ই আগস্ট “খিলগাঁও থানার লুট হওয়া শতাধিক অস্ত্র ফিরিয়ে দিলেন এলাকাবাসী” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনে যুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা পুলিশের শতাধিক অস্ত্র দখল করেছিল। তবে কেনো অস্ত্রগুলো লুট করা হয়েছে এমন প্রশ্নের জবাবে এলাকাবাসীর অনেকে বলেছেন, সেদিন পুলিশবাহিনী এসব অস্ত্র দিয়ে সাধারণ ছাত্র-জনতার ওপর গুলি চালাতে পারে সেই আশঙ্কায় অস্ত্রগুলো লুট করা হয়েছিল।
এলাকাবাসী বলেন, “পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক তাই সেনাবাহিনীর হাতে অস্ত্রগুলো তুলে দেয়া হয়েছে।”
এছাড়া, অনুসন্ধানে “Mugda Sabujbagh মুগদা সবুজবাগ নিউজ” নামক ফেসবুক পেজে ২০২৪ সালের ৯ই আগস্টের একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্টের ক্যাপশনে থাকা বর্ণনায় বলা হয় “রাজধানীর খিলগাঁও থানা থেকে লুট হওয়া শতাধিক আগ্নেয়াস্ত্র খিলগাঁও ঈমানবাগ জামে মসজিদে উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে। বুধবার (৭ আগস্ট) দুপুরে এলাকাবাসীর সহযোগিতায় এসব আগ্নেয়াস্ত্র ফেরত দেয়া হয়।”