সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাম্প্রতিক সময়ে “জঙ্গলের রেলপথে হাতি আর ট্রেনের বি+প+জ্জ+ন+ক মুহূর্ত” দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। ভিডিও দেখা যায় রেললাইনের পাশে শুয়ে থাকা একটি হাতির সাথে ট্রেনের সংঘর্ষ হচ্ছে।
এই দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও আছে এখানে (আর্কাইভ)।
এই দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি প্রতিবেদন প্রকাশ করার আগ পর্যন্ত প্রায় ২০ লক্ষ বার দেখা হয়েছে। পাশাপাশি ভিডিওটি শতাধিক বার শেয়ার এবং তাতে দশ হাজারের বেশি প্রতিক্রিয়া দেখানো হয়েছে।
অনুসন্ধানের শুরুতেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও টি পর্যবেক্ষণ করে ইনসাইড রিউমারস। ভিডিও পর্যবেক্ষণে এতে কিছু অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয়।
প্রথমেই লক্ষণীয় ট্রেনের গতি ও হাতির নড়াচড়া একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সংঘর্ষের সময় প্রত্যাশিত ঝাঁকুনি বা কম্পন অনুপস্থিত। দ্বিতীয়ত ধাক্কা খাওয়ার পর শরীরের ভঙ্গি, পায়ের নড়াচড়া কিংবা রক্তপাত কোনকিছুই স্বাভাবিক মনে হয়নি।
তৃতীয়ত ট্রেন ও হাতির সংস্পর্শের সময় ধূলো উড়া, ধাক্কার ও যাত্রীদের প্রতিক্রিয়া অনুপস্থিত ছিল। এখানে গাছপালা এবং পরিপার্শ্বিক দৃশ্যও বাস্তব না, বরং অনেকটা অ্যানিমেটেড ফ্রেমের মতো মনেহয়।
সবমিলিয়ে দৃশ্যের গতিশীলতা, আলোছায়া এবং নড়াচড়ার প্রকৃতি বিশ্লেষণ করলে ধারনা করা যায় এটি একটি কৃত্রিমভাবে তৈরি ভিডিও।
তবে পুরোপুরি নিশ্চিত হতে ইনসাইড রিউমারস এআই কন্টেন্ট শনাক্তকারী প্লাটফর্ম ক্যানটিলাক্সের (cantilux) এর সাহায্য নেয়। ক্যানটিলাক্সের পরীক্ষায় জানানো হয় যে এই ভিডিওটি এআই দিয়ে তৈরি হবার সম্ভাবনা ৯৮ শতাংশ।
সার্বিক দিক বিবেচনায় এটি স্পস্ট যে, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয়। এটি এআই দিয়ে তৈরি।