Home / জাতীয় / গৃহবন্দি হবার দাবিতে জেড আই পান্নার ফেসবুক পোস্টে বিভ্রান্তি সৃষ্টি

গৃহবন্দি হবার দাবিতে জেড আই পান্নার ফেসবুক পোস্টে বিভ্রান্তি সৃষ্টি

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না, যিনি জেড আই পান্না নামে বেশি পরিচিত, ১৫ আগস্ট  নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, “আমি গৃহবন্দী। এরেস্ট বা গ্রেফতার হইনি। তারপরও গৃহবন্দি।” উক্ত পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ গণমাধ্যমে বিভ্রান্তির সৃষ্টি হয়। 

জেড আই পান্নার উক্ত পোস্টটি আছে এখানে (আর্কাইভ)। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট আছে এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

এ নিয়ে দেশীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আছে এখানে, এখানে, এবং এখানে। 

ইনসাইড রিউমারসের অনুসন্ধান 

শুরুতেই জেড আই পান্নার দেওয়া পোস্টের বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, দেশীয় গণমাধ্যমগুলোতে এ বিষয়ে করা প্রতিটি প্রতিবেদনই জেড আই পান্নার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে করা। এই পোস্টের আসল সত্যতার বিষয়ে কোনো প্রতিবেদনেই বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। যার ফলে জনমনে এই পোস্টকে কেন্দ্র করে তৈরি হওয়া বিভ্রান্তি আরো বাড়ে। 

পরবর্তীতে বিষয়টি নিয়ে অধিকতর অনুসন্ধানে জেড আই পান্নার ভেরিফায়েড ফেসবুক পেজে “আমি অসুস্থ হয়ে বাসায়। নজরদারিতে নেয়। আমার সন্তানের চাপে আছি” লেখা আরও একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। 

অর্থাৎ জেড আই পান্না নিজেই দাবি করছেন যে তিনি গৃহবন্দী কিংবা কারো নজরদারিতে নেই, বরং তার সন্তান তাকে বাড়ি থেকে বের হতে না করেছেন। 

এছাড়াও রাজিব আহমদ নামে একজন সাংবাদিকের জেড আই খান পান্নার আলোচিত পোস্টকে কেন্দ্র করে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। 

উক্ত পোস্টে তিনি জেড আই পান্নার আলোচিত পোস্টের মাধ্যমে কিভাবে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয় তা নিয়ে বলেন, “জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না ফেসবুকে স্ট্যাটাস দেন যে তিনি গৃহবন্দি, যদিও গ্রেপ্তার হননি। বিষয়টি গুরুতর ভেবে সাংবাদিকরা তাঁর বাসায় গেলে জানা যায়, আসলে তাঁর মেয়ে নাদীমা মোহাম্মদী খান বাবাকে সম্ভাব্য ঝামেলার আশঙ্কায় বাসা থেকে বের হতে দেননি। নাদীমা জানান, পান্না মাঝেমধ্যেই ফেসবুকে বিভ্রান্তিকর কিছু লিখে ফেলেন।”

সমগ্র বিষয় বিবেচনা করে রিউমার স্ক্যানার জেড আই পান্নার গৃহবন্দি দাবিতে করা ফেসবুক পোস্ট এবং সেটাকে নিয়ে প্রচারিত সংবাদ এবং ফেসবুক পোস্টগুলোকে বিভ্রান্তিকর রেটিং প্রদান করছে। 

Tagged: